Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ)- ২ য় পর্যায়

 

প্রকল্প এলাকা                                              :    রাজশাহী, খুলনা, ঢাকা্, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর  

                                                                   বিভাগের আওতায় নির্ধারিত ৪২টি জেলার ১৯০টি উপজেলা

প্রকল্পের মেয়াদ                                           :    জুলাই ২০১২ হতে জুন ২০১৭ পর্যস্ত

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও উৎস           :   ৩৩১৪২.০৭ লক্ষ টাকা (জিওবি ১৯০৮৫.৪৫ লক্ষ এবং

                                                             ইউবিসিসিএ’র  নিজস্ব আয় হতে ১৪০৫৬.৬২ লক্ষ টাকা)।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • শেয়ার ও সঞ্চয় জমা করে পুঁজি গঠন;
  • প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রম পরিচালনায় সক্ষম করা;
  • বিত্তহীনদের মাঝে আয়বর্ধনমূলক কর্মকান্ড ক্ষুদ্রঋণ বিতরণপূর্বক তাদের কর্মসংস্থান ও আয় উপার্জনের সুযোগ সৃষ্টি;
  • সক্ষম ও স্বয়ম্ভর প্রতিষ্ঠান তৈরি করে আয় বৃদ্ধি ও দারিদ্র্যতা বিমোচন করা ।